২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৬:৪৩

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট দু’টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় আজ ২২ অক্টোবর প্রকাশিত দু’টি রিপোর্টে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত ২০ অক্টোবর সংঘটিত ঘটনার নেপথ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততা আবিস্কার করে প্রদত্ত ভিত্তিহীন মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২২ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে একটি হিন্দু যুবক কর্তৃক মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করার ঘটনার স্থানীয় জনগণের প্রতিবাদ করার ফলে সংঘটিত দুঃখজনক ঘটনার নেপথ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততা আবিষ্কার করে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত দু’টি রিপোর্টই একেবারে ডাহা মিথ্যা। আমি জনকণ্ঠের এ ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট দু’টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, বোরহান উদ্দিনে সংঘটিত ঐ ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কোন ঘটনা ঘটলেই তার নেপত্থ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততা আবিস্কার করে মিথ্যা রিপোর্ট প্রকাশ করা দৈনিক জনকণ্ঠের অতি পুরোনো অভ্যাস। দৈনিক জনকণ্ঠের এ ধরনের আষাঢ়ে গল্প দেশবাসী বিশ্বাস করে না।

তাই এ ধরনের ভিত্তিহীন মিথ্যা অলীক কল্প-কাহিনী প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”