৭ মার্চ ২০১৭, মঙ্গলবার, ৭:৪৩

৭৮ জনের নামে চার্জশিট প্রদান করায় তীব্র প্রতিবাদ

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়া ও ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ২০ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট প্রদান করা হয়েছে

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫জন কেন্দ্রীয় নেতাকে হুকুমের আসামী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামী করে সর্বমোট ৭৮ জনের নামে যে চার্জশিট প্রদান করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৭ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ জন যাত্রী নিহত হওয়ার ঘটনার সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ২০ দলীয় জোটের কারো কোন সম্পর্ক নেই।

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়া ও ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ২০ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট প্রদান করা হয়েছে। সরকার উদ্যোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মত ২০ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দিয়ে তাদের রাজনৈতিকভাবে হেনস্তা করার অপচেষ্টা চালাচ্ছে। পক্ষপাত দুষ্টভাবে মামলার তদন্ত করে এভাবে ফরমায়েসী মিথ্যা চার্জশিট দিয়ে প্রাকৃত সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। সত্য কখনো গোপন থাকবে না। প্রকৃত সত্য একদিন দেশবাসীর সামনে উদ্ভাসিত হবেই।

কর্তৃত্ববাদী সরকার নিজের ক্ষমতা পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বেগম খালেদা জিয়া ও ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ৭৮জন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা চার্জশিট প্রদান করা হয়েছে। এ চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্যে-প্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। দেশের জনগণ সরকারের এ ষড়যন্ত্র বানচাল করে দিবে ইনশাআল্লাহ।

বেগম খালেদা জিয়া ও ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ২০ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে প্রদান করা মিথ্যা চার্জশিট অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”