৩০ নভেম্বর ২০২৫, রবিবার

একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য সংলাপ, আস্থা ও ন্যূনতম রাজনৈতিক ঐক্য অপরিহার্য

-এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ১০:৩০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার এবং ভয়েস নেটওয়ার্ক-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সম্ভাব্য নির্বাচনী পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চার ভবিষ্যৎ এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রথিতযশা বিশেষজ্ঞ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়ন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার, জনগণের অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব এবং সমসাময়িক জাতীয় প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জসমূহের উপর আলোকপাত করেন।

তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য সংলাপ, আস্থা ও ন্যূনতম রাজনৈতিক ঐক্য অপরিহার্য।

এড. জুবায়ের তার বক্তব্যে আরও তুলে ধরেন যে, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত ও ভোটাধিকার নিশ্চিত করা একটি মৌলিক শর্ত। তিনি আশা প্রকাশ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যাতে জাতি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা পূরণ করতে পারে।

অনুষ্ঠানে বক্তারা নানা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতা, গণমাধ্যমের ভূমিকা, তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার উপর সেমিনারে উত্থাপিত মতামত ও সুপারিশসমূহ উপস্থাপন করেন। ভয়েস নেটওয়ার্কের প্রতিনিধিরা তাদের প্ল্যাটফর্মের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সবশেষে বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ও ইতিবাচক আলোচনার পরিসর আরও বিস্তৃত করার আহ্বান জানান।