১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

চীন-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

চীন-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকায় নিযুক্ত চায়নার মান্যবর এ্যাম্বাসডর মি. ইয়াও ওয়েন এর আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এর নেতৃত্বে সংগঠনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটন-এ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।

এ সময় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা এটিএম মা'ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান), কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের মানুষের কল্যাণ, পারস্পরিক বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।