১৫ আগস্ট ২০২৫, শুক্রবার

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের-এর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস সেন-এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাসে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত মি. রামিস সেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।