১৫ আগস্ট ২০২৫, শুক্রবার

'জুলাই জাতীয় ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৭ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় রাজধানী ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সেমিনারে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।