গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র ইজিবাইক চালক নিহত আনিসুর রহমান (৪২)-এর শোকাহত স্ত্রী ও তার দুই সন্তানকে শান্তনা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
তিনি সম্মানিত আমীরে জামায়াত জনতার নেতা ডা. শফিকুর রহমান এর সালাম পৌঁছে দেন এবং নিহতের স্ত্রীর নিকট নগদ অর্থ হস্তান্তর করেন।
উল্লেখ্য যে গত ২৪.০৪.২৫ইং বৃহস্পতিবার রাত ১১.৩০ টায় গাইবান্ধা পৌরসভার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ইজিবাইক চালক আনিসুর রহমানকে কতিপয় দুষ্কৃতকারী যাত্রী বেসে উঠে ঐ স্টেডিয়াম এলাকায় নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত আনিসুরকে তাৎক্ষনিক গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে ২৫.০৪.২৫ইং শুক্রবার সকাল ০৮.৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।