২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

টাঙ্গাইল জেলা জামায়াতের ওলামা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী দেশের সকল আলেম ওলামাকে ঐক্যবদ্ধ করে এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়

-মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী দেশের সকল আলেম ওলামাকে ঐক্যবদ্ধ করে এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য ওলামায়ে কেরামগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। এর বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাকে রুখবে এমন শক্তি ও সাহস কারো নেই। জুলাই-আগষ্ট বিপ্লবের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তারাই বিপদে পড়বেন। যারা উঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে তাদেরকে সাবধান হওয়ার আহবান জানান তিনি।

২৮ ডিসেম্বর শনিবার টাঙ্গাইল জেলা জামায়াতের আয়োজনে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী। বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমুখ।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “এদেশের অনেক আন্দোলনে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। দেশ ও ইসলাম বিরোধী যারা এখনও ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন সাবধান হয়ে যান। ফ্যাসিবাদের সকল দোসরদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।” এখনও যারা সরকারের আশেপাশে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।