মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর অফিস হলরুমে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নব-নির্বাচিত জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তারকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
শপথ অনুষ্ঠানে মাওলানা আবদুল হালিম বলেন, “শপথের মাধ্যমে দায়িত্ব পালনে আমরা আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব পালনে আল্লাহর নিকট জবাবদিহিতার অনুভূতিকে সামনে রেখে ভূমিকা পালন করতে হবে। জেলা আমীর থেকে শুরু হয়ে এ দায়িত্ব পর্যায়ক্রমে সকল রুকনের ওপরই বর্তায়। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ ও বৈষম্যমুক্ত দেশ গঠনে অতীত স্বৈরাচারের দোসরদের নানামুখি ষড়যন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের রুকনসহ দায়িত্বশীলদেরকে সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নীলফামারী জামায়াতে ইসলামীর ঐতিহ্যবাহী ও শহীদদের রক্তস্নাত ঘটনাবহুল জেলা। এই জেলার কাজকে মজবুত ও গতিশীল করার জন্য দায়িত্বশীল রুকনদেরকে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে।
তিনি আগামী ৮ নভেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষ্যে নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি প্রশাসন, সুধী-শুভাকাঙ্খি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিদায়ী জেলা আমীর জনাব আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বক্তব্য রাখেন নব-নির্বাচিত জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার।
শপথ অনুষ্ঠান শেষে মাওলানা আবদুল হালিম ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শন করেন।