১৭ মার্চ ২০২৪, রবিবার, ১১:১৫

জলঢাকা উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের পথে শত প্রতিবন্ধকতা এড়িয়ে এগিয়ে যেতে হবে

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “যুলুম-নির্যাতন যত হবে, ইসলামী আন্দোলন তত গতিশীল হবে। রাসূল (সা) এর উপর যত বেশি যুলুম-নির্যাতন হয়েছে, ইসলামের দিকে মানুষ তত বেশি এসেছে। ইসলামী আন্দোলনের পথে শত প্রতিবন্ধকতা এড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ।”

তিনি আজ ১৭ মার্চ রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য, নীলফামারী জেলা আমীর জনাব আব্দুর রশিদ। জলঢাকা উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর মহানগর সেক্রেটারি জনাব ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জলঢাকা উপজেলা নায়েবে আমীর জনাব কামারুজ্জামান, জলঢাকা উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আবদুল হালিম বলেন, “মাহে রমাদান হল তাক্বওয়া অর্জন, তাযকিয়া ও আত্ম-শুদ্ধির মাস। ইসলমী আন্দোলনের কর্মী হিসেবে রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য এ মাসে আমাদেরকে বেশি বেশি কুরআন-হাদীস চর্চা করতে হবে। কিয়ামুল লাইল করতে হবে। আর এসব কিছু হবে একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য। এই মাহে রমদানে নাফসে মুতমাইন্না অর্জনে নিবেদিত হতে হবে।”

দায়িত্বশীলদের উদ্দেশে মাওলানা তিনি বলেন, “সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঊর্ধ্বতন সংগঠনের যে কোনো নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে আমাদেরকে শতভাগ চেষ্টা অব্যাহত রাখতে হবে। সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো অযুহাত পেশ কিংবা কোনো ধরনের গড়িমসি হৃদয়ে স্থান দেয়া যাবে না।”