১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সামাজিক কাজের মাধ্যমে গণমানুষের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, “আমাদেরকে ইবাদত ও খেলাফতের কাজ একসাথে চালাতে হবে। আর এজন্য অধ্যয়ন ও অনুশীলন এর মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। মৌলিক ইবাদতগুলোর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ ও নফল রোজা রাখার মাধ্যমে আল্লাহ তায়া’লার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। সামাজিক কাজের মাধ্যমে গণমানুষের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”

তিনি আজ ১৪ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আমীর মোঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন আকন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য জনাব আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফায়জুল করিম মনোয়ার প্রমূখ।