১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৮

রাজশাহী মহানগরী জামায়াতের ‘যাকাত ও উশর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমেই সঠিকভাবে যাকাতের হক আদায় করা সম্ভব

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা সম্ভব না। কেবলমাত্র পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমেই সঠিকভাবে যাকাতের হক আদায় করা সম্ভব। যাদের যাকাত দেবার সামর্থ্য আছে তাদের নিয়ম যেনে যাকাত দিতে হবে।”

তিনি আজ ১৪ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত “অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় যাকাতের ভূমিকা প্রেক্ষিতে বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে যদি সৎ লোকের নেতৃত্ব নিয়ে আসা যায়, তাহলে তারাই যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই কাল কিয়ামতে আমরা সফল হবো। আর যদি আমাদের চেষ্টায় ত্রুটি থাকে, তাহলে কাল কিয়ামতে আমরা ধরা খাবো। কোরআনের জন্য এই রোযার মাসের এতো গুরুত্ব । কোরআন না থাকলে রোজার কোন গুরুত্ব থাকতো না। কোরআনের মধ্যে সকল বিধি বিধানের কথা উল্লেখ রয়েছে। তাই কোরআনের বিধান মোতাবেক আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাতের মাধ্যমে সকল শ্রেণীর খারাপ মানুষকে সঠিক পথে নিয়ে আসাও একটা বড় কাজ।”

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হলে এদেশে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হলে ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।” তিনি সংগঠনের বিত্তবান ব্যক্তিদের সঠিক নিয়মে যাকাত প্রদান করার আহবান জানান।

প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নির্বাচিত ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন ও রজশাহী মহানগরী ওলামা বিভাগের পরিচলক আলহাজ্ব মাওলানা রুহুল আমিন।

সভাপতির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, “আজকে ইসলামী রাষ্ট্র নেই। যাকাত ভিত্তিক যাকাত ব্যবস্থা চালু করতে হলে ইসলামী রাষ্ট্র প্রয়োজন। তাই যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। সংগঠনের সমাজকল্যাণ তহবিলে যাকাতের টাকা দিয়ে সমাজের দুস্থ, বেকার লোকজনকে কর্মসংস্থান করে দিয়ে আর্থিক সচ্ছলতা নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।”