৮ মার্চ ২০২৪, শুক্রবার, ৬:৫৪

নাটোর জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামের পথে অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে

-আধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশের জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “বর্তমান সরকারের সীমাহীন জুলুমের পরেও আমাদের ইসলামের পথে অবিচল থাকতে হবে এবং দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি আজ ৮ মার্চ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার ভার্চুয়ালি রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, নাটোর জেলা নায়বে আমীর অধ্যাপক ইউনুছ আলী এবং জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন বলেন, “সকল অবস্থাতে আমাদেরকে আল্লাহ তায়া’লার শুকরিয়া আদায় করতে হবে এবং রাসূল (সাঃ) যে কাজ করে গেছেন সেই কাজ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহ তায়া’লার সন্তুষ্ট অর্জনের জন্য এবং রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। ইসলামের দাওয়াতি কাজ সবাইকে আন্তরিকভাবে করতে হবে। আমাদের সবাইকে শপথের আলোকে দ্বীন প্রতিষ্ঠার কাজে জীবন বিলিয়ে দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে এক নিয়ামতের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা যারা জামায়াতে ইসলামীর রুকনিয়াতের শপথ নিয়েছি তাদেরকে আমাদের এ প্রিয় মাতৃভূমিতে দ্বীন প্রতিষ্ঠার কাজে জোর প্রচেষ্টা চালাতে হবে। আমরা আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি করেছি সে প্রতিশ্রুতি অনুযায়ী দ্বীন প্রতিষ্ঠার কাজে ভূমিকা রাখতে হবে। সকল ভয়-ভীতির উর্ধ্বে উঠে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে।”

তিনি আরো বলেন, “বর্তমানে বাতিল শক্তিরা তাদের সমস্ত শক্তি দিয়ে ইসলামকে উৎখাত করতে চায়। আমাদেরকে ইসলামের পক্ষে শক্তিকে কাজে লাগাতে হবে। আন্তরিকতা খুলসিয়াতের সহীত দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে।”

সম্মেলনে কোরআন থেকে দারস পেশ করেন মাওলানা আব্দুস শহীদ নাসিম।