১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:২২

এ্যাডভোকেট মোজাম্মেল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীন সদস্য (রুকন) নীলফামারী জেলা শাখা জামায়াতের সাবেক আমীর এ্যাডভোকেট মোজাম্মেল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সে আজ ১৫ নভেম্বর ১:৩০ টায় রংপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার নামাজে জানাজা ১৬ নভেম্বর সকাল ১০টায় নীলফামারী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

                                                       শোকবাণী

এ্যাডভোকেট মোজাম্মেল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৫ নভেম্বর ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট মোজাম্মেল হক আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। নীলফামারী জেলায় জামায়াতের সাংগঠনিক কাজের উন্নতি ও অগ্রগতির পেছনে তার বিরাট অবদান রয়েছে। তিনি স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

এ্যাডভোকেট মোজাম্মেল হক (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।