৩০ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৪:২৮

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জনকণ্ঠের প্রথম পৃষ্ঠার রিপোর্টে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার আবদুর রাজ্জাক সম্পর্কে যা লেখা হয়েছে তার কোন সত্যতা নেই

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম ও শেষ পৃষ্ঠায় প্রকাশিত দুটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ৩০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠে আজ ৩০ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অসত্য, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন রিপোর্ট ছাপানো হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জনকণ্ঠের প্রথম পৃষ্ঠার রিপোর্টে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার আবদুর রাজ্জাক সম্পর্কে যে সব কথা লেখা হয়েছে তার কোন সত্যতা নেই। আমাদের সময় ডট কম-এ গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এ ধরনের একটি রিপোর্টের প্রতিবাদ জানিয়ে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছেন যে, ‘সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে কোন বৈঠকের পরিকল্পনা তার নেই। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে বৈঠকের উদ্দেশ্যে তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার খবর সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।’ ব্যারিস্টার আবদুর রাজ্জাকের এ বক্তব্যের পর দৈনিক জনকন্ঠে আবারও তাকে জড়িয়ে একই ধরনের সংবাদ পরিবেশন একটি পরিকল্পিত বানোয়াট রিপোর্ট ছাড়া আর কিছুই নয়।

আমরা ইতোপূর্বেও বহুবার বলেছি যে, কোন জঙ্গি সংগঠনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কাজেই জামায়াতের মদদে ত্রি দেশীয় জঙ্গি নেটওয়ার্ক থাকার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি বদ অভ্যাসে পরিণত হয়েছে। জামায়াতের বিরুদ্ধে তারা একতরফা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ জামায়াতের প্রতিবাদ ছাপানোর মত নৈতিক সাহস তাদের নেই।

তাই জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”