২৮ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৬:৪৮

ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কখনো কোন হামলার সাথে জামায়াতে ইসলামীর কারো কোন ধরনের সম্পৃক্ততা নেই

ডেইলী স্টার পত্রিকার শেষ পৃষ্ঠায় আজ ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্তের একটি সাক্ষাতকারে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জড়িত থাকার যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ২৮ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত ডেইলী স্টার পত্রিকায় প্রদত্ত এক সাক্ষাতকারে প্রশাসনিক তদন্তের বরাত দিয়ে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর ও রংপুরে সংঘটিত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর জড়িত থাকার যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। আমি তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রানা দাস গুপ্তের ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের জবাবে আমি সুস্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কখনো কোন হামলার সাথে জামায়াতে ইসলামীর কারো কোন ধরনের সম্পৃক্ততা নেই। বরং জামায়াতের নেতা-কর্মীরা সব সময়ই সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য সাধ্যমত চেষ্টা করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে, দেশের কোথাও কোন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার সাথে জামায়াতের কোন নেতা-কর্মীর সংশ্লিষ্টতার কথা আজ পর্যন্ত কেউই প্রমাণ করতে পারেনি।

সব কিছুতেই জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। তাই দুষ্টচক্রের হাত থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বদ্ধমূল ধারণা বাদ দিয়ে খোলা মন নিয়ে প্রকৃত সত্য উৎঘাটনে কেউ সাহসী পদক্ষেপ গ্রহণ করলে তা সত্যিকার অর্থে একটি কার্যকর ভূমিকা হিসেবে গণ্য হতে পারে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে।

কাজেই তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থেকে এ মিথ্যা বক্তব্য প্রত্যাহার করার জন্য আমি রানা দাস গুপ্তের প্রতি আহ্বান জানাচ্ছি।”