২১ জুলাই ২০১৮, শনিবার, ১:০৩

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে একপেশে নির্বাচন করার পাঁয়তারা করা হচ্ছে

রাজশাহী মহানগরী শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোঃ সেলিম ও বরিশাল মহানগরী শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব জহির উদ্দিন মোঃ বাবর এবং রাজশাহীর মতিহার থানা জামায়াতের আমীর জনাব অলিউল ইসলাম টিপুকে গত ২০ জুলাই রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজশাহী মহানগরী শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোঃ সেলিম ও বরিশাল মহানগরী শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব জহির উদ্দিন মোঃ বাবর এবং রাজশাহীর মতিহার থানা জামায়াতের আমীর জনাব অলিউল ইসলাম টিপুকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনাই প্রমাণ করছে যে, তিনটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনের কোন আগ্রহ নেই। তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য নানা ফন্দি-ফিকিরে ব্যস্ত রয়েছে। তিনটি সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকী রয়েছে। অথচ এখন পর্যন্ত বিরোধী দলকে মাঠে নামতে দেয়া হচ্ছে না। ভয়ভীতি প্রদর্শন করে একপেশে নির্বাচন করার পাঁয়তারা করা হচ্ছে।

সরকারের পায়ের নীচে মাটি নেই। সরকারের জুলুম-নির্যাতনের কারণে তাদের পায়ের নীচ থেকে মাটি সরে গিয়ে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছে। সে জন্যই এখন তারা অবৈধভাবে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার ষড়যন্ত্র করছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার ও জুলুম-নির্যাতন পরিহার করে তিনটি সিটি করপোরেশনের নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং রাজশাহী ও বরিশালে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”