১০ মে ২০১৮, বৃহস্পতিবার, ৫:০৪

মালয়েশিয়ায় বিদ্যমান পরিস্থিতিতে জনাব মাহাথির মোহাম্মাদের সুযোগ্য নেতৃত্ব দেশকে আরো উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে

গত ৯ মে অনুষ্ঠিত মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জনাব মাহাথির মোহাম্মাদ ও কারাগারে বন্দী জনাব আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এবং সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ১০ মে, ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জনাব মাহাথির মোহাম্মাদ ও জনাব আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে তাদের প্রাণঢালা অভিনন্দন জনাচ্ছি। এ বিজয় মালায়েশিয়ার জনগণের বিজয়।

মালয়েশিয়ায় বিদ্যমান পরিস্থিতিতে জনাব মাহাথির মোহাম্মাদের সুযোগ্য নেতৃত্ব দেশকে আরো উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে আগিয়ে নিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গণে মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনে জনাব মাহাথির মোহাম্মদ অগ্রাণী ভূমিকা পালন করবেন বলে আমি আশাকরি। আমি আরো আশা করি মালায়েশিয়া এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সূদৃঢ় হবে।

আমি জনাব মাহাথির মোহাম্মদ ও নির্বাচিত প্রতিনিধিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ এবং সফলতা কামনা করি। সেই সাথে মালয়েশিয়ার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”