৪ মে ২০১৮, শুক্রবার, ৬:০৭

ডাঃ রবিউল ইসলাম এবং মাওলানা মাহবুব উল-আলমসহ ৭জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মেহেরপুর জেলার গাংনী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ রবিউল ইসলাম এবং মেহেরপুর পৌরসভা শাখা জামায়াতের আমীর ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা মাহবুব উল-আলমসহ জামায়াতের ৭জন নেতা-কর্মীকে আজ ৪ মে সকালে গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম নিবাসী স্থানীয় জামায়াত নেতা জনাব আবদুর রহীমের বাড়ীতে আয়োজিত এক ঘরোয়া বৈঠক থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ৪ মে, ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই গাংনী উপজেলা থেকে জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীগণের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই। অথচ তাদের মিথ্যা অভিযোগে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতগণের মধ্যে আছেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন ও জনপ্রিয় ব্যক্তিত্ব মাওলানা মাহবুব উল-আলম। তার খেদমত থেকে জনগণকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের হয়রানী থেকে নির্বাচিত জনপ্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না। সরকারের এহেন গর্হিত আচরণ অত্যন্ত দুঃখজনক।

জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”