৩ মে ২০১৮, বৃহস্পতিবার, ৭:২৬

হাফেজা আক্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যা (রুকন) নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নিবাসী হাফেজা আক্তার ৬৫ বছর বয়সে গত ২ মে রোজ বুধবার ভোর ৪:৩০টায় নরসিংদী সদর হাসপাতালে শ্বাস কষ্টজনিত রোগে আক্রান্ত হযে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, ৫ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩রা মে বেলা ২টায় নরসিংদী জামেয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে গাবতলি গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বি. বাড়ীয়া জেলা জামায়াতের আমীর সৈয়দ গোলাম সারোয়ার, নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মুইনুদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর আবু মুয়াজ, শহর জামায়াতের আমীর জহিরুল ইসলাম, রায়পুরা উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওয়ালী উল্লাহসহ বহু ছাত্র-জনতা।

শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যা (রুকন) হাফেজা আক্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ০৩ মে, ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি মুহতারামা হাফেজা আক্তারের (রাহিমাহুল্লাহ) জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।