২৯ এপ্রিল ২০১৮, রবিবার, ৫:০৪

মাওলানা আবদুল হাই-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জনাব সাঈদ আহমাদের শ্বশুর ও চাটখিল পিজি হাইস্কুলের সাবেক শিক্ষক মাওলানা আবদুল হাই ৭৩ বছর বয়সে গত ২৭ এপ্রিল দিবাগত রাত ২টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গত ২৮ এপ্রিল বিকাল ৩টায় চাটখিল পিজি হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 


শোকবাণী

মাওলানা আবদুল হাই-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম আজ ২৯ এপ্রিল ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি মাওলানা আবদুল হাই-এর (রাহিমাহুল্লাহ) জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।