২৮ এপ্রিল ২০১৮, শনিবার, ৪:১১

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ এস.এম সানাউল্লাহসহ ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থীর এক নির্বাচনী সভা থেকে গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ এস.এম সানাউল্লাহসহ জামায়াতের ৪৫ জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৮ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ২৭ এপ্রিল গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ সানাউল্লাহসহ জামায়াতের ৪৫ জন নেতা-কর্মীকে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থীর নির্বাচনী সভা থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নির্বাচনী সভা থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের আটক করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, গাজীপুরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ নেই। সরকারী দলের মেয়র প্রার্থীকে বিজয়ী করার উদ্দেশ্যেই গাজীপুরে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নৌকার মেয়র প্রার্থীর ভরাডুবি হওয়ার আশংকায়ই সরকার ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করছে। এ থেকে বুঝা যাচ্ছে যে, সরকার তাদের ইচ্ছামত নীলনক্সার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

অবিলম্বে অধ্যক্ষ এসএম সানাউল্লাহসহ জামায়াতের সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”