২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৪:০০

ডা. মিজানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ঝিনাইদহ সদর উপজেলা নিবাসী ডা. মিজানুর রহমান ৬৫ বছর বয়সে গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গত ২৪ এপ্রিল বাদ এশা ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে ঝিনাইদহ কবরস্থানে দাফন দাফন করা হয়েছে।

শোকবাণী

ডা. মিজানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম আজ ২৫ এপ্রিল ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ডা. মিজানুর রহমান (রাহিমাহুল্লাহ) আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে আল্লাহ সুবহানাহু তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।