২৮ জানুয়ারি ২০১৮, রবিবার, ৩:৪২

শিক্ষক সমাজের প্রতি সরকারের এ ধরনের অবজ্ঞা ও অবহেলা দু:খজনক

মানুষ গড়ার কারিগর আন্দোলনরত শিক্ষকগণের ন্যায়সংগত দাবী মেনে নেয়ার আহ্বান

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকগণের ন্যায়সংগত দাবী মেনে নেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৮ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দেশের শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর। তাদের ন্যায়সংগত দাবী সরকারের মেনে নেয়া উচিত।

গত ১০ জানুয়ারী থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে আসছেন। দীর্ঘ ১৮ দিনেও সরকার তাদের দাবী মেনে না নিয়ে তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আসছে। এ প্রচন্ড শীতে প্রায় পৌণে দুইশত শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। আগামী ১লা ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে এস.এস.সি পরীক্ষা। অথচ সরকার শিক্ষকগণের দাবীর ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি সরকারের এ ধরনের অবজ্ঞা ও অবহেলা দু:খজনক।

আগামী ১লা ফেব্রুয়ারী থেকে যাতে এস.এস.সি পরীক্ষা যথাযথভাবে শুরু হতে পারে সে জন্য অবিলম্বে অবস্থান কর্মসূচী পালনরত শিক্ষকগণের ন্যায়সংগত দাবী মেনে নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”