১১ অক্টোবর ২০১৭, বুধবার, ৭:৫৭

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ

সন্ত্রাস ও নাশকতার অনিয়মতান্ত্রিক রাজনীতিকে জামায়াত সব সময়ই ঘৃণা করে

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “নাশকতা ও সরকার পতনের ছক কষে নেমেছে জামায়াত” শিরোনামে আজ ১১ অক্টোবর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠের রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে সব কথা লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই। এ রিপোর্টটি সর্বৈব মিথ্যা।

দৈনিক জনকণ্ঠের ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের জবাবে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাস ও নাশকতার অনিয়মতান্ত্রিক রাজনীতিকে জামায়াত সব সময়ই ঘৃণা করে। তাই দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নাশকতা ও সহিংসতা সৃষ্টি করে বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য ছক কষে জামায়াতের মাঠে নামার প্রশ্নই আসে না। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জনকণ্ঠের রিপোর্টে জেএমবি, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরীরসহ প্রায় ৫০টি সংগঠনের সাথে জামায়াতের সম্পৃক্ততা থাকার যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জনকণ্ঠের রিপোর্টে উল্লেখিত সংগঠনগুলোর নামও আমরা কখনো শুনিনি। সুতরাং ঐ সংগঠনগুলোর সাথে জামায়াতের লিংক আপ গড়ে তোলার প্রশ্ন অবান্তর। জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট তৈরি করা দৈনিক জনকণ্ঠের একটি অতি পুরনো অভ্যাস। এ ধরনের রিপোর্ট প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”