১৭ জুন ২০১৯, সোমবার, ৭:২৪

শ্রীলংকার সংখ্যালঘু মুসলমানদের উপর সে দেশের সরকারের অব্যাহতভাবে জুলুম-নির্যাতন এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

শ্রীলংকার সংখ্যালঘু মুসলমানদের উপর সে দেশের সরকারের জুলুম-নির্যাতন ও নির্বিচারে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৭ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “শ্রীলংকার সংখ্যালঘু মুসলমানদের উপর সে দেশের সরকারের অব্যাহতভাবে জুলুম-নির্যাতন এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

শ্রীলংকায় গত ২১ এপ্রিল হোটেল ও চার্চে উগ্রবাদীদের বোমা হামলার ঘটনার পর সেখানকার মুসলমানদের উপর সে দেশের সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। এ যাবত ১৭২০ জন মুসলমানকে গ্রেফতার করা হয়েছে। এমনকি মসজিদে মুসলমানরা নামাজ আদায় করতেও যেতে পারে না। মসজিদ ভেংগে ফেলার মত ঘটনাও ঘটেছে। সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে ও গ্রেফতার করে শ্রীলংকা সরকার জাতিসংঘ কর্তৃপক্ষ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদে বর্ণিত ধর্মীয় অধিকার লংঘন করছে। এ সবের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি মুসলিম উম্মাহ ও জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।

শ্রীলংকার মুসলমানদের উপর জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সে দেশের সকল মানুষের শান্তিতে নিরাপদে বসবাস করার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি শ্রীলংকার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”