২৯ এপ্রিল ২০১৯, সোমবার, ৬:৩৪

প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটির তীব্র নিন্দা ও প্রতিবাদ

দ্যা ডেইলি স্টার পত্রিকায় জনাব মকবুল আহমাদের বিবৃতির বরাত দিয়ে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা

The Daily Star পত্রিকার শেষ পৃষ্ঠায় আজ ২৯ এপ্রিল “Jamaat hails offshoot” শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২৯ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ The Daily Star পত্রিকার শেষ পৃষ্ঠায় আজ ২৯ এপ্রিল ‘Jamaat hails offshoot’ শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমি এ ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ রিপোর্টের জবাবে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, কথিত ‘জন আকাংখার বাংলাদেশ’ নামক রাজনৈতিক প্লাটফর্ম সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদের কথিত বিবৃতির বরাত দিয়ে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। জনাব মকবুল আহমাদ গত শনিবার ২৭ এপ্রিল কথিত ‘জন আকাংখার বাংলাদেশ’ সম্পর্কে কোন বিবৃতিই প্রদান করেনি। কাজেই ঐ রাজনৈতিক প্লাট ফরমকে স্বাগত জানানোর প্রশ্নই আসেনা। তিনি ঐ রাজনৈতিক প্লাটফর্ম সম্পর্কে কোন সংবাদপত্র বা মিডিয়ার সাথে কোন কথাই বলেননি।  

The Daily Star পত্রিকার প্রকাশিত রিপোর্টটি দেখে আমরা রীতিমত বিস্মিত হয়েছি! একটি জাতীয় পত্রিকায় জনাব মকবুল আহমাদের মত একজন জাতীয় নেতার বিবৃতির বরাত দিয়ে এমন ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট কিভাবে প্রকাশ করল? এ ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটি প্রকাশ করে The Daily Star পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টার অমার্জনীয় অপরাধ করেছেন।

আমি আশা করি The Daily Star পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”