আজ সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পুরো জাতিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা থেকে জনগণকে মুক্ত করতে হবে।
ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনাকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আরো বলেন, পুরো দেশটি এখন বৃহৎ একটি কারাগারে পরিণত হয়েছে। অবস্থা এমন যে, পুরো জাতিকে যেন মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে হবে। তিনি বলেন, আল্লাহ যেন আমাদেরকে জনগণের অধিকার রক্ষার তৌফিক দান করেন। আমরা যেন দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে যেতে পারি। এই রমযানে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ তিনি যেন আমাদেরকে বিচক্ষণতার সাথে নেতৃত্ব দেয়ার তৌফিক দান করেন। এই রমযানে আমরা আল্লাহর কাছে সকল অন্যায় অবিচার থেকে ফানাহ চাই। তিনি যেন আমাদের ক্ষমা করে দেন।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ইফতারে সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনীতিবিদদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কর্মপরিষদ সদস্য মোকাররম হোসেন, কামাল হোসেন, মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ নেতারাও ইফাতারে উপস্থিত ছিলেন।