১৫ ও ১৬ নভেম্বর টানা ২ দিনের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করায় সংগ্রামী দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং সরকারের জুলুম-নির্যাতন, গ্রেফতার-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৬ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও আলেম-ওলামার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে ১৫ ও ১৬ নভেম্বর টানা ২ দিনের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সমর্থন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করায় আমি সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর যাবত সরকারের জুলুম-নির্যাতন ও অবিচার-অনাচারের শিকার হয়েছেন অসংখ্য মানুষ এবং তাদের অনেককে গুম ও হত্যা করা হয়েছে। আন্দোলন দমনের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় দেশব্যাপী জামায়াতে ইসলামীর ৫৯ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”