জামায়াতসহ বিরোধী দলগুলোর আহবানে সাড়া দিয়ে ৩১ অক্টোবর সড়ক পথ, রেলপথ ও নৌ-পথ অবরোধের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করায় সংগ্রামী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৩১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“জামায়াতসহ বিরোধীদলগুলোর আহবানে সাড়া দিয়ে সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করায় আমি সংগ্রামী দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ৩১ অক্টোবর অবরোধ চলাকালে কিশোরগঞ্জে ২ জন ও সিলেটে ১ জন যুবদল কর্মীকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে। গাজীপুরে বেতনভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে রাসেল নামে এক শ্রমিক নিহত হয়। এ সময় কোনাবাড়িতে একটি তৈরি পোশাক কারাখানায় আগুন দিলে আরও ১ জন আগুনে পুড়ে নিহত হয়েছে। ঢাকা মহানগরীর গাবতলীতে জামায়াতের ২ জন কর্মীকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে আহত করেছে। অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা মহানগরীর মিরপুর থানা আমীর আবদুল মান্নানসহ সারা দেশ থেকে শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। গুলি চালিয়ে মানুষ হত্যা করার এবং জুলুম-নির্যাতন ও গ্রেফতার-হয়রানির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করে বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলন এবং চলমান অবরোধ কর্মসূচিকে ব্যাহত করা যাবে না, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিনা ভোটের সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমন করার জন্য সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছে। গত ৫ দিনে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় ১১ শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জামায়াতসহ বিরোধীদলের নেতাকর্মীদের নামে শত শত মামলা দেওয়া হচ্ছে। বর্তমান অবৈধ সরকার দেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীরা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে দেশকে সংঘাত ও সংঘর্ষের দিকেই ঠেলে দিচ্ছে। আমি সরকারের দুঃশাসন এবং অবিচার-অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
সেই সাথে সরকারের উস্কানীতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে আগামী ১ ও ২ নভেম্বর সড়কপথ, রেলপথ ও নৌ-পথ সর্বাত্মক অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দলমত-নির্বিশেষে সংগ্রামী দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”