বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হায়েনার মতো ঝাপিয়ে পরে। তারা সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে। আমরা এর প্রতিশোধ নিবো; তবে হত্যার প্রতিশোধ হত্যা দিয়ে নয়; তাঁরা যে কারনে শহীদ হয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে এর প্রতিশোধ নিবো ইনশাআল্লাহ। তাঁদের প্রতি ফোটা রক্ত বৃথা যেতে দিবো না। তিনি বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাবো।আজ শনিবার দুপুর ২টায় রাজধানীর মতিঝিলের আরামবাগ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মুসা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ প্রমূখ।
মহাসমাবেশ যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
মহাসমাবেশ বেলা ২টায় শুরু করার কথা থাকলেও সকাল ৮টা থেকেই লাখ লাখ মানুষ আরামবাগ এলাকায় আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ফকিরাপুল থেকে ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা, কমলাপুর পর্যন্ত কানায় কানায় ভরে যায়। সকাল ১১টা থেকে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য, দেশাত্মবোধক গান, ইসলামী ও দলীয় সংগীত চলতে থাকে।
অধ্যাপক মুজিবুর রহমান তাঁর বক্তব্যে আরো বলেন, সৃষ্টি যার আইন চলবে তাঁর। মানুষের মনগড়া সকল মতবাদ বাদ দিয়ে আল্লাহর আইন চালু করবো, ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রাসূল (সা:) মদীনায় যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, তার আদলে এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। কুরআনের নিদের্শনার আলোকে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আমরা এর মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে চাই।
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। কেয়ারটেকার ব্যবস্থা ছাড়া দেশে নির্বাচন হতে দিব না। জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবো।
ফিলিস্তিনে গাজার মুসলমানদের উপর অভিশপ্ত ইহুদীদের নির্যাতনের নিন্দা জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করছে। এমন একদিন আসবে, ইহুদীরা পালানোর পথ পাবে না। ইহুদীরা পরাজিত হবে। তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মাদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আ. খালেকসহ অসংখ্য নেতা-কর্মী ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তাদের সকলকে মুক্তি দিতে হবে।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা বাংলাদেশেকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে মানবাধিকার নিশ্চিত করা হবে, আইনের শাসন থাকবে এবং দলমত নির্বিশেষে সব মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে। মত প্রকাশ করতে পারবে। আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল। আমরা মানুষের ভোটের অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ ও বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে আন্দোলন করেছি। এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে জামায়াত ছিল, আছে এবং থাকবে। জামায়াত একটি সৎ রাজনৈতিক দল। জামায়াত একটি নির্বাচনমুখী দল, অতীতে আমরা ২০১৪ ও ২০১৮ এর প্রহসনের নির্বাচন বর্জন করা বাদে সকল নির্বাচনে অংশ গ্রহণ করেছি।
প্রহসনের ২টি সংসদ ছাড়া সব সংসদে আমাদের প্রতিনিধিত্ব ছিলো। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না। কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না। আমাদের আন্দোলন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার জন্য। স্বৈরাচার, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের জনগন ঐক্যবদ্ধ হয়েছে, ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত এ ময়দান বাংলাদেশের জনগন ছাড়বে না। তিনি সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন আমরা অব্যাহত রাখবো।
ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা'ছুম বলেন, আজ সারাদেশে স্বৈরাচারী শাসন চলছে। ২০০৮ সালে ষড়যন্ত্রের মাধ্যমে এবং ২০১৪ সালে বিনা ভোটে ও ২০১৮ সালে রাতের ভোটের মাধ্যমে অবৈধভাবে এই সরকার ক্ষমতায় আছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও নেতা-কর্মী মুক্ত না হওয়া পর্যন্ত আমরা অন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
সহকারী সেক্রেটারী জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ২০০৬ সালে আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে জামায়াতকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু পারে নাই। আমরা অনেক জুলুমের শিকার হয়েছি কিন্তু নতি স্বীকার করিনি। সরকার ও সরকারের বাহিনী যতই মিথ্যা প্রচার করুক না কেন, জামায়াত কোনো নিষিদ্ধ সংগঠন নয়। এদেশে মানুষ যে আমাদের সাথে আছে, আজকের মহাসমাবেশের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। জামায়াতকে আইন করে নিষিদ্ধ করা যাবে না।
সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, এদেশে নির্বাচন হলে কেয়ারটেকার সরকারের অধীনেই হবে। ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে সারাদেশে আমাদের ১৭ জন নেতা কর্মীকে শহীদ করেছে। আর এই হত্যার মধ্যদিয়ে এদেশে গণতন্ত্র হত্যার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ আমাদের ১১ জন শীর্ষনেতাসহ আমাদের ৩৭৫ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। বর্তমান সরকারের সময়ে অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে। সরকার সাড়ে ১৩ শত আলেমকে গ্রেফতার করেছে। জামায়াতের লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কয়েক হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। বর্তমান জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, মহাসমাবেশ সফল হওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। তিনি মহাসমাবেশ সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেয়ারটেকারের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না। জনগণের ভোটের ও ভাতের অধিকার আমরা প্রতিষ্ঠা করবোই ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমরা চাই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আমরা চাই, সংসদ ভেঙে দিতে হবে। আমরা চাই, নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।
এছাড়াও মহাসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ড. সামিউল হক ফারুকী, ড. খলিলুর রহমান মাদানী, নারায়নগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম, খুলনা মহানগরী আমীর মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ড. আবদুল মান্নান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, শহীদ আল্লামা সাঈদীর সন্তান শামীম সাঈদী ও মাসুদ সাঈদী প্রমুখ।
উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ বিরোধী রাজনৈতিক দলের গ্রেফতারকৃত নেতাকর্মী এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত সোমবার এই কর্মসূচি ঘোষণা করা হয়।