আজ ৭ জুলাই দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানগণ সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি সফল করে তোলায় দেশবাসী ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৭ জুলাই এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৮ জুন সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করা হয়। এর প্রতিবাদে ৭ জুলাই শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী প্রতিবাদ মিছিল ঘোষণা করে। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। সারা দেশে কুরআন প্রেমিক জনতা কুরআনের মর্যাদা রক্ষার জন্য রাজপথে নেমে আসে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে পবিত্র কুরআনের মর্যাদা রক্ষায় তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে সফল করায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ধন্যবাদ ও আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে প্রশাসনের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।