বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশে বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সাধন করে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল মানুষের মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।
তিনি ২৫ জুন রবিবার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় কালে একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বহুমুখি সমস্যায় জর্জরিত। দুর্নীতি, দুঃশাসন, মানুষের অধিকার হরণ এবং অসহায় মানুষের দুর্দশা লাঘবে কোনো কার্যকর পদক্ষেপ নেই। রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষের জানমাল ও সম্মান নিশ্চিত করা। জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শিক্ষা, স্বাস্থ্য ও ডাল-ভাত খেয়ে জীবন-যাপনের ব্যবস্থা করা। কিন্তু আজ বাংলাদেশে বহু লোক মানবেতর জীবন-যাপন করছে। রাষ্ট্র তাদের কোনো ব্যবস্থা করতে পারছে না।
তিনি বলেন, যারাই ক্ষমতায় যাচ্ছেন, তারা মানুষের সেবার পরিবর্তে প্রভু হয়ে বসে থাকেন। একমাত্র ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যার সমাধান হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় এবং গণতান্ত্রিক উপায়ে দাওয়াতি তৎপরতার মাধ্যমে মানুষকে সচেতন করে একটি পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিবর্তনে শরীক হওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা বদরুল আলম, মোজাহিদুল ইসলাম ও আফতাবুর রহমান আকন্দ প্রমুখ।