১১ জুন বিভিন্ন দৈনিক পত্রিকা ও সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যের বরাত দিয়ে ‘ভাঙচুর, অগ্নি-সন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ মর্মে প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সব ভিত্তিহীন ও অসত্য বক্তব্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১১ জুন নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ১০ জুন রাজধানী ঢাকায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে ‘ভাঙচুর, অগ্নি-সন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ মর্মে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। জনাব ওবায়দুল কাদের জামায়াতের বিরুদ্ধে অগ্নি-সন্ত্রাসের যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। আজ পর্যন্ত তারা তাদের ঐ ধরনের বক্তব্যের কোনো সত্যতা কোথাও প্রমাণ করতে পারেনি। জামায়াত কখনো অগ্নি-সন্ত্রাস করেনি, করার প্রশ্নই আসে না। দেশের জনগণ জনাব ওবায়দুল কাদেরের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করে না। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জনাচ্ছি।”