মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভার্চুয়ালি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতার ৫১ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশে আজও সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়নি। বাংলাদেশ আধিপত্যবাদীদের তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে। শুধু জামায়াতই নয়, জনগণ আজ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অবঃ) আব্দুল জলিলের লিখিত একটি বই "অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা" এতে লেখক যে কথাগুলো উপস্থাপন করেছিলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ ২৫ মার্চ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়ালি আলোচনা সভায় তিনি একথা বলেন। ভার্চুয়ালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর কেরামত আলী।
আমীরে জামায়াত আরও বলেন, ১৯৭১ সাল পরবর্তী আওয়ামী সরকার মাত্র সাড়ে তিন বছরে দেশ পরিচালনায় কেন ব্যর্থ হলেন এবং কেন তাদের রক্ষীবাহীনি গঠন করতে হলো- বিষয়টি জনগণকে বিশেষভাবে ভাবতে হবে। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে। আজ সত্যিকারের গণতন্ত্র নেই। জনগণের বাক স্বাধীনতা নেই।
তিনি আরও বলেন, বর্তমানে সারাদেশের জামায়াতে ইসলামীর অফিসগুলো স্বৈরাচারী কায়দায় বন্ধ করে রেখে জোর-জুলুম করে এদেশ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করতে চায় আওয়ামী লীগ। কিন্তু কোনভাবেই আর্দশবাদী এ দলটিকে নিশ্চিহ্ন করা যাবে না। কেয়ারটেকার সরকার প্রশ্নে দেশে বিচার বিভাগীয় যে অ্যামিকাশ কিউরি গঠিত হয়েছিল তাঁদের কোন সদস্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করণের কথা কখনও বলেনি। কিন্তু শেখ হাসিনা সরকার গায়ের জোরে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে। এটা ১৯৭৪ সাল পরবর্তী একদলীয় বাকশালের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়। তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সভাপতির বক্তৃতায় ড.কেরামত আলী বলেন, দেশের স্বাধীনতার সুফল ভোগ করতে হলে আমাদের সবাইকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, দেশের জনগন আজ এ সরকারের হাত থেকে মুক্তি পেতে চাই। দেশের উন্নয়ন এর নামে দলীয় নেতা-কর্মীদের লুটপাটের যে কার্যকলাপ চলছে তা থেকে পরিত্রান পেতে জনগণের কল্যাণকামী সরকার কায়েম করতে হবে।
রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দীক হুসাইন, মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান, যুব বিভাগের সেক্রেটারী জসিম উদদীন সরকার প্রমূখ নেতৃবৃন্দ।