২০০১ সালে জামায়াতের যে ১৭ জন প্রার্থী
এমপি হিসেবে নির্বাচিত হন তাঁরা হলেনঃ
১. অধ্যাপক আবদুল্লাহ আল কাফি, দিনাজপুর- ১ (মরহুম)
২. অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী, দিনাজপুর- ৬
৩. মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী- ৩
৪. মাওলানা আবদুল আজিজ, গাইবান্ধা- ১
৫. মাওলানা মতিউর রহমান নিজামী, পাবনা- ১ (শহীদ)
৬. মাওলানা আবদুস সুবহান, পাবনা- ৫
৭. অধ্যক্ষ মাওলানা এএসএম শাহাদাত হোসাইন, যশোর- ২
৮. মুফতী মাওলানা আবদুস সাত্তার, বাগেরহাট- ৪
৯. অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা- ৫
১০. অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনা- ৬
১১. অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক, সাতক্ষীরা- ২
১২. মাওলানা এএসএম রিয়াছত আলী, সাতক্ষীরা- ৩ (মরহুম)
১৩. গাজাী নজরুল ইসলাম, সাতক্ষীরা- ৫
১৪. মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, পিরোজপুর- ১
১৫. মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট- ৫
১৬. ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কুমিল্লা- ১২
১৭. শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম- ১৪
জামায়াত মনোনীত মহিলা এম. পি. ৪জন
১৮. সুলতানা রাজিয়া- জামালপুর (বর্তমানে ঢাকা)
১৯. ডাঃ আমিনা বেগম- সিলেট
২০. শাহানারা বেগম- রাজশাহী
২১. বেগম রোকেয়া আনসার- সাতক্ষীরা (বর্তমানে ঢাকা)