১২ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার

মাওলানা মতিউর রহমান নিজামী

ইসলাম ও সন্ত্রাসবাদ

ইসলাম আল্লাহ মনোনীত রাসূল (সা.) প্রদর্শিত একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। যার লক্ষ্য দলমত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তি, কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা। সর্বস্তরের জনমানুষের মৌলিক চাহিদা পূরণ ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচারের গ্যারান্টি দেওয়া।

ইসলামের আদর্শ যারা গ্রহণ করে, শুধু তাদেরই নয়-যারা ইসলাম গ্রহণে ব্যর্থ হয় বা বিরত থাকে ইসলাম তাদেরও মৌলিক চাহিদা ও মৌলিক অধিকার সংরক্ষণের পূর্ণ নিশ্চয়তা দেয়। স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম পালনের সুযোগ দেয়, তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ইসলাম গ্রহণ করা না করার বিষয়টি মানুষের স্বাধীন ইচ্ছার উপর স্বয়ং আল্লাহই ছেড়ে দিয়েছেন এবং এক্ষত্রে বল প্রয়োগ করা নিষিদ্ধ করেছেন। আল্লাহ তায়ালার ঘোষণা-

“যার মন চায় সে ঈমান আনবে, আর যার মন চায় সে কুফরী করবে।” (সূরা আল কাহাফ - ২৯)
আল্লাহ তায়ালার আরো ঘোষণা :

“আমি তাদের সামনে দুটি পথই দেখিয়েছি। একটি মানুষের রবের প্রতি কৃতজ্ঞ হওয়ার পথ, অপরটি তাদের রবকে অস্বীকার করার (কুফরীর) পথ।” (সূরা আদ-দাহর - ২)

 

সম্পূর্ণ বইটি পড়তে লিঙ্কে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুনঃ পিডিএফ ডাউনলোড লিঙ্ক