১৮ আগস্ট ২০২১, বুধবার

কুষ্টিয়া জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন-২০২১ অনুষ্ঠিত

ত্যাগ ও কুরবানির মাধ্যমে রুকনিয়াতের শপথের মর্যাদা রক্ষা করতে হবে

১৮ আগস্ট রোজ বুধবার সকাল ৮:৩০ থেকে নিয়ে সকাল ১১:১৫ পর্যন্ত কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে ভার্চুয়ালি এক রুকন সন্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে রুকনদের উদ্দেশ্যে বলেন, ইবরাহিম আঃ যেভাবে ত্যাগ ও কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পেরেছিলেন, ঠিক সেইভাবে আমাদের-আপনাদেরকেও ত্যাগ ও কুরবানির মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। যদি আমরা রুকনিয়াতের শপথের মর্যাদা রক্ষা করতে পারি, তাহলে আশা করা যায় আমরাও মহান রবের প্রিয় বান্দাদের মধ্যে শামিল হতে পারবো, ইনশাআল্লাহ।

রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার একেএম আলী মুহসিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য জনাব আবদুল মতিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা, এছাড়া কুষ্টিয়া জেলার অন্যান্য নেতৃবৃন্দ।