১১ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

জামায়াত পরিচালিত দোকানে ব্যবসা ভালো হয় কারণ তারা মিথ্যা কথা বলে না

ණ☛ খালেদ মহিউদ্দীনের উপস্থাপনায় দেশের বেসরকারী টেলিভিশন ইনডিপেন্ডেন্ট টিভির ‘আজকের বাংলাদেশ’ টকশোতে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন,
জামায়াত-শিবির পরিচালিত দোকান বা প্রতিষ্ঠানে বেচা বিক্রি বেশী হয়, কারণ তারা মিথ্যা কথা বলে না

ණ☛ তিনি বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াত কে আসতে দিবো না, ইসলামী ছাত্র শিবির হতে দেবো না। কিন্তু দেশের পত্রিকা শিবিরের বিরুদ্ধে কথা লিখলেও দিন দিন শিবিরের সংখ্যা বাড়ছে। একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের দখলে চলে গিয়েছিলো। এ রকম কেন হল এসব ভেবে দেখা দরকার।

ණ☛ তিনি আরো বলেন, যখন ধর্মীয় দল গুলোর চেয়ে গণতান্ত্রিক অথবা যে আদর্শই আমরা বলি এগুলো উন্নত রাজনৈতিক চরিত্র অর্জন করা। এখনো একটা দোকানে গেলে, জামায়াত পরিচালিত দোকানে গেলে বিক্রি ভালো হয়। কেন? সাধারণত তারা কারো সাথে প্রতারণা করে না বা কারো সাথে মিথ্যা কথা বলে না।

সূত্রঃ https://goo.gl/qUm7eS