বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "আওয়ামী লীগ বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় চেপে বসেছে। যার ফলে সরকার ও জনগণ অশান্তিতে বসবাস করছে।"
তিনি ২৩ ফেব্রুয়ারি জুমা'বার কুমিল্লা জেলা উত্তর আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আবদুল মতিন এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টীম সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টীম সদস্য অধাপক মাওলানা মো. আলাউদ্দিন, কুমিল্লা জেলা দক্ষিণের আমীর এডভোকেট শাজাহান প্রমূখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "আল্লাহর আইন নির্ভুল। তাঁর আইন বাস্তবায়নের জন্য যুগে যুগে নবীগণ কাজ করেছে। আল্লাহর আইন বাস্তবায়ন হলে দুনিয়া নেয়ামতে পরিপূর্ণ হয়, আকাশ থেকে অবারিত নেয়ামত নাযিল হতে থাকে। দুনিয়া সুখ শান্তিতে পরিপূর্ণ হয়। কাজের জায়গা দুনিয়া, আর থাকার জায়গা পরকাল। পরকালীন সফলতাই আসল সফলতা। বুদ্ধিমান লোকেরা পরকালকে অগ্রাধিকার দেয়। তাই আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সফলতা নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন,"দেশের জনগনকে ঐক্যবদ্ধ করে আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে হবে। অন্যায়ভাবে গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবিকে আরো জোরালো করতে হবে।"