আমীরে জামায়াত

2023-12-17

কুয়েতের আমীরের ইন্তিকালে শোক প্রকাশ || কুয়েতের নতুন আমীরকে অভিনন্দন

-অধ্যাপক মুজিবুর রহমান

কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এর ইন্তিকালে ১৭ ডিসেম্বর এক শোকবার্তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

প্রদত্ত শোকবার্তায় তিনি বলেন, “কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর ইন্তিকালে কুয়েতের জনগণের পাশাপাশি বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তিকালে মুসলিম উম্মাহ একজন অভিভাবককে হারালো। তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা ও বাংলাদেশের জনগণের কল্যাণে তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে মধ্যস্ততা ও মানবিকতার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

মহান রাব্বুল আলামীন তাঁর সকল খেদমত কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি আপনার এবং কুয়েতের রাজপরিবার, নেতৃত্ব ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

কুয়েতের নতুন আমীরকে অভিনন্দন

শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কুয়েতের নতুন আমীর ঘোষিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “আমরা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি।

আমীরে জামায়াত আরও বলেন, আমি আশা প্রকাশ করছি আপনার সুযোগ্য নেতৃত্বে কুয়েত আরো উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আপনি মুসলিম বিশ্বসহ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করবেন এবং মধ্যপ্রচ্যসহ মুসলিম উম্মাহর সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছি।”