আমীরে জামায়াত

2023-12-14

তুরস্কের সাদত পার্টির ভাইস চেয়ারম্যান হাসান বিতমেজের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

তুরস্কের সাদত পার্টির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য হাসান বিতমেজের ইন্তিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ১৪ ডিসেম্বর নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেন,

“আমি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে তুরস্কের সাদত পার্টির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য হাসান বিতমেজের ইন্তিকালে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব বিতমেজ একজন বিশিষ্ট নেতা, তুরস্কে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ইসলামিক ইউনিয়ন রিসার্চ সেন্টারের চেয়ারপার্সন হিসেবে তিনি জাতীয় পরিষদের কার্যধারার মধ্যে এবং জাতীয় পরিষদের বাইরের কার্যকলাপে উভয় ক্ষেত্রেই অনন্য সাধারণ প্রতিভা এবং তার উদ্দেশ্যের প্রতি অবিচল নিষ্ঠা প্রদর্শন করেছিলেন।
বিভিন্ন সময়ে দীর্ঘ আলোচনা এবং মতামত বিনিময়ের মাধ্যমে তিনি আমাদের সংগঠনের প্রতি ধারাবাহিক সহযোগিতা ও সমর্থন যুগিয়ে, তাঁর উদারতা এবং সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছিলেন। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

আল্লাহ রাব্বুল আলামীন তার সকল নেক আমল কবুল করুন, তাঁকে ক্ষমা করুন, জান্নাতে তাঁর মর্যাদা উন্নীত করুন এবং তাঁর দেশবাসী, শুভানুধ্যায়ী এবং শোক-সন্তপ্ত পরিবারকে এই অপ‚রণীয় ক্ষতি সহ্য করার জন্য ধৈর্য ধারণের তৌফিক দান করুন।”