আমীরে জামায়াত

2023-05-25

ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আমাদেরকে জান ও মালের কোরবানি দিয়ে দীন কায়েমের রাস্তায় টিকে থাকতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ২৫ মে বিকেল তিনটায় ভার্চুয়ালি এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলমগীর হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা আল্লাহর আইনের বিরোধী এবং সমাজে ইসলামবিরোধী ব্যবস্থা কায়েম রেখেছে নির্বাচনে তাদের ভোট দেওয়া যাবে না। সমাজে লোক তৈরি, জনমত গঠন এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের জন্য বিরোধীদের পক্ষ থেকে আমাদের উপর আঘাত আসবে, আমাদেরকে আহত করা হবে এবং প্রয়োজনে শহীদ হতে হবে, এটাই স্বাভাবিক। তারপরও আল্লাহর উপর ভরসা করে ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে। আমাদেরকে জান ও মালের কোরবানি দিয়ে দীন কায়েমের রাস্তায় টিকে থাকতে হবে। দীন বিজয়ের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের বেশি বেশি সালামের প্রচলন করতে হবে এবং ইয়াতিম-মিসকীনদের বেশি বেশি খাওয়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, কর্মীদেরকে আত্ম-গঠন ও মানোন্নয়নের কাজ করতে হবে এবং তাদেরকে সত্যের সাক্ষ্য হিসেবে গড়ে তুলতে হবে। পরিবার গঠন ও সমাজ গঠনে কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কেয়ারটেকার সরকারের দাবি আদায় করতে হবে। জামায়াতের সকল জনশক্তিকে এখন থেকে সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি মাঠে-ময়দানে সক্রিয় থেকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল খালেক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর-সভাপতি আদিউল ইসলাম এবং জেলা সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।