আমীরে জামায়াত

2023-04-20

দেশেব্যাপী চলমান প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য সালাতুল ইস্তিস্কা আদায়ের আহবান

-অধ্যাপক মুজিবুর রহমান

দেশেব্যাপী চলমান প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য সালাতুল ইস্তিস্কা আদায়ের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২০ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি সময়ে প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উঞ্চ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু-পাখি ও জীব-জন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামীনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন।

দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করে সালাতুল ইস্তিস্কা আদায় করার জন্য আমি আলেম-ওলামা ও দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”