আমীরে জামায়াত

2023-03-28

বগুড়া অঞ্চলের জেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত

যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া সমাজের বৈষম্য দূর হবে না

-অধ্যাপক মুজিবুর রহমান

আল্লাহ তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেছেন। পবিত্র রমজান মাসে কুরআন মাজিদসহ সকল আসমানি কিতাব নাযিল করা হয়েছে। এই মাস কুরআন বিজয়ের মাস। আল্লাহর কাছে এই মাসের মর্যাদা অধিক। তাই কুরআনের আইন প্রতিষ্ঠা করা এ মাসের অন্যতম প্রধান হক। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও কাজ থেকে বিরত থাকল না, তার এই পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ প্রিয় নবীর এমন কোনো রমজান মাস নেই যে, তিনি এতেক্বাফ করেননি। তাই আমাদেরকে পূর্ণ মর্যাদার সাথে ও পরিপূর্ণ হক আদায় করে এই মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।

২৮ মার্চ দিনব্যাপী বগুড়া অঞ্চলের জেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

বগুড়া অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে এবং অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান আযাদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য মাওলানা আবদুর রহিম ও মাওলানা আবদুল হক সরকার। শিক্ষাশিবিরে অঞ্চলের ৬টি জেলার আমীরগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। সুদ ভিত্তিক অর্থনীতি একটি জঘন্য অপরাধ। অথচ আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতির পরিবর্তে মানবরচিত সুদ ভিত্তিক অর্থনীতি চালু আছে। ফলে কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষ এই সুদের যাঁতাকলে পৃষ্ঠ এবং সার্টিফিকেট মামলাসহ নানা হয়রানিতে জর্জরিত। সুদের কারণে সমাজে বৈষম্য বেড়েই চলেছে। গরীব লোকেরা আরো গরীব হচ্ছে এবং ধনী লোকেরা আরো ধনী হচ্ছে। তাই আমাদেরকে সমাজে আল্লাহর নির্দেশিত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে।

তিনি বলেন, পবিত্র কুরআনে পরামর্শ করে কাজ করতে বলা হয়েছে। বর্তমান সরকার জনগণের মতামত নিয়ে ক্ষমতায় আসেনি। তাই তারা জনগণের মতামতের কোনো তোয়াক্কা করে না। ফলে দেশে মানবাধিকার, আইনের শাসন, নাগরিক অধিকার ও ন্যায় বিচার বলতে কিছু নেই। বর্তমান জালেম সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কেয়ারটেকার সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন বাস্তবে রূপ দেয়ার জন্য আমি দলমত-নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামী ও বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে সরকার বিনা অপরাধে কারাগারে আটকে রেখেছে। অবিলম্বে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, জামায়াতে ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর পুত্র, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেমসহ বিরোধী দলের বহু মানুষকে সরকার গুম করে রেখেছে। এই সব গুম হওয়া মানুষদের তাদের নিজ নিজ পরিবারে ফিরিয়ে দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সরকার দলীয় লোকেরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। দেশের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম জনশক্তির উদ্দেশে বলেন, সাংগঠনিক কাজে তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে গণসংগঠনে রূপান্তরিত করতে হবে।

মাওলানা হামিদুর রহমান আযাদ বলেন, জনমত পরিবর্তনশীল। তাই জনমতকে ইসলামের পক্ষে আনতে হবে।