আমীরে জামায়াত

2023-02-27

জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ এবং ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা

-অধ্যাপক মুজিবুর রহমান

২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশে বিরাজমান বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ এবং ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানানো হয়।

সম্মেলনে নিম্নোক্ত প্রস্তাবসমুহ গৃহীত হয়:-
সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের অধিক লোক নিহত এবং লক্ষ লক্ষ লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয়। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ভূমিকম্পে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়।

একই সাথে তুরস্কের এই মহাদুর্যোগ মোকাবেলায় এরদোয়ান সরকারের বলিষ্ঠ ভুমিকার প্রশংসা করা হয় এবং সম্মেলন থেকে আশা প্রকাশ করা হয় যে, তুরস্কের সরকার ও জনগণ অতি দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

জেলা ও মহানগরী আমীর সম্মেলনে গত কয়েকদিন পূর্বে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ১০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং ৯৭ জন আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে ১০ জন ফিলিস্তিনি নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য জাতিসংঘ, ওআইসিসহ মুসলিম বিশ্বের প্রতি আহবান জানানো হয়।