আমীরে জামায়াত

2022-07-01

বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের ছাত্র/ছাত্রীদের জন্য জামায়াতে ইসলামীর ৫৫ লক্ষ টাকার তহবিল গঠন

-ডা. শফিকুর রহমান

মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ-অসহায় পরিবারের ছাত্র/ছাত্রীদের বিশেষ করে এ বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে গণমানুষের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে ৫৫ লক্ষ টাকার একটি তহবিল গঠন করেছে।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “বন্যায় অতি ক্ষতিগ্রস্ত এলাকার গরীব ও অসহায় পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে বিশেষ করে যারা এ বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা অতি জরুরী একটি মানবিক প্রয়োজন। এরাই আগামীর বাংলাদেশ। আগামীর স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলের সর্বাত্মক চেষ্টা করা উচিত। আমরা এ ব্যাপারে প্রিয় দেশবাসীর দো’য়া ও সর্বাত্মক আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, অর্থের অভাবে ফুটন্ত এ ফুলগুলো যাতে ঝরে না পড়ে সে জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারসহ আমাদের সকলের এগিয়ে আসা উচিত। তাই আমি সরকারসহ বিভিন্ন এনজিও, সংস্থা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক সংস্থা ও সমাজের বিত্তবানদের প্রতি এসব দুস্থ-অসহায় পরিবারের ছাত্র/ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমীন।”