আমীরে জামায়াত

2022-05-16

রাজশাহী মহানগরী জামায়াতের শিক্ষাশিবিরে আমীরে জামায়াত

জামায়াতের সদস্যদের দ্বীন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে

-ডা. শফিকুর রহমান

গত ১৩ মে ২০২২ ইং তারিখ সকাল ১০টায় স্থানীয় একটি মিলনায়তনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ ও মহিলা সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

রাজশাহী মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ সিদ্দিক হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেন, দ্বীন প্রতিষ্ঠায় সংগঠনের সকল সদস্যদের (রুকন) অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নবী-রাসুলগণকে আন্দোলনের পথে পদে-পদে বাঁধার সম্মুখীন হতে হয়েছে। আজও বিনা বাধায় এ আন্দোলনের বিজয় অর্জন সম্ভব নয়। সদস্য ভাই ও বোনেরা যে বাইয়াত গ্রহণ করেছেন, সে বাইয়াতের ওপর আমাদের টিকে থাকা ঈমানী দ্বায়িত্ব। তিনি বর্তমান প্রেক্ষাপটে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ তা’য়ালা হলেন সর্বোত্তম কৌশলী। আর আমরা তাঁরই গোলাম। সুতরাং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ধৈর্য ও সাহসের সাথে সকল বাঁধা-বিপত্তি মোকাবিলা করতে হবে।