আমীরে জামায়াত

2021-04-15

লকডাউনে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য অবিলম্বে ভাতা চালু করুন...

-ডা. শফিকুর রহমান

করোনার থাবায় বিপর্যস্ত গোটা দেশ। হাসপাতালগুলোতে ত্রাহি ত্রাহি অবস্থা। লাশের মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে সরকারের দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।

পবিত্র রমজানের ১ তারিখ থেকে সর্বাত্নক লকডাউনের কারণে গরীব ও অস্বচ্ছল ভাই-বোনেরা রোজগার বঞ্চিত হয়ে পড়েছেন। এই গরীব মানুষগুলো খাবে কি, বাঁচবে কি করে? দায়িত্ব রাষ্ট্রেরই। তাদের ঘামের ফসলই তো বড় লোকদের বিত্তবৈভব। সরকারের উচিত যতদিন এ ধরনের লকডাউন থাকবে ততদিন তাদের জন্য যৌক্তিক পরিমাণ ভাতা বরাদ্দ করা। তা অবশ্যই হতে হবে স্বজনপ্রীতি, দলপ্রীতি এবং দুর্নীতিমুক্ত।

যদিও সরকারের চলমান আচরণে তা প্রত্যাশা করা একান্তই দূরহ। কিন্তু নাগরিকদের প্রতি এটা সরকারের অনুকম্পা নয়, একান্ত দায়বদ্ধতা।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক