বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমীর জনাব আতাউর রহমান (রাহিমাহুল্লাহ) এর ছেলে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদের শ্যালক ইনান মুস্তাহিদ সাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ৫ নভেম্বর সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫ নভেম্বর রাত নটায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শোকবাণী
ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের ছবরে জামিল দান করুন।